logo ২৩ এপ্রিল ২০২৫
স্বাভাবিক হচ্ছে নিত্যপণ্যের বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৬ ১৭:৪১:৩৮
image



ঢাকা: রমজানকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠা নিত্যপণ্যের বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো অস্থিরতা রয়েছে মাংসের বাজারে। খাসি ও দেশি মুরগির মাংস চড়া দামেই বিক্রি হচ্ছে।  






আজ শুক্রবার কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।






রমজানের শুরুতে বেগুন ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হলেও এখন বাজারে ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে মরিচের দামও। মরিচ বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫৫ টাকায়। গত সপ্তাহেও যেখানে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা থেকে ৭০ টাকায়। শষা বিক্রি হচেছ ৪০ টাকা থেকে ৫০ টাকায়। পটল, চিচিংগা, ঝিংগা, ধুন্দল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়। আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ২৫ টাকায় বিক্রি হওয়া আলু বিক্রি হচ্ছে ২৬ টাকায়। আদার দাম বেড়ে ১৬০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ২০ থেকে ৩০ টাকা, আর ধনে পাতা প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।






ফুলকপি ২৫ থেকে ৩০ টাকায় এবং ছোট লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বিভিন্ন ধরনের ডালের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে আমদানি করা বড় দানার মসুর ডাল ১০০ টাকা থেকে ১১৫ টাকায় বিক্রি হয়। দেশি মসুর ডাল প্রতিকেজি বিক্রি হয় ১৩০ টাকা থেকে ১৫০ টাকায়। প্রতিকেজি ছোলা বিক্রি হয়৯০ থেকে ১১০ টাকায়।






এদিকে সিটি করপোরেশনের বেধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খাসির মাংস। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচেছ ৬৫০ টাকায়।  যেখানে সিটি করপোরেশন খাসির মাংসের দাম বেধে দিয়েছিল ৫৭০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্চে ৪৫০ টাকায়। ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকায়।






ছোলা বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ৯২ থেকে ৯৫ টাকা। সয়াবিন তেল (খোলা) ৮২ থেকে ৮৫ টাকা রাখা হচ্ছে। লবণ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। তবে প্যাকেটজাত লবণের মূল্য ৩৫ টাকা।






গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে মাছ। ইলিশ মাছ জোড়া ২০০০ টাকা, শিং ৬০০ টাকা,  বায়াম মাছ (বড়) ৭০০, রুই মাছ (ছোট) ২৫০ টাকা, রুই (বড়) ৩২০ টাকা কেজি। ছোট কাতলা ৩০০ টাকা ও বড় ৩৫০ টাকা কেজি। চিংড়ি (ছোট) ৫০০ টাকা কেজি। তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা কেজি।






(ঢাকাটাইমস/১৭জুন/এমএবি/জেবি)