logo ২৩ এপ্রিল ২০২৫
উৎসে কর হ্রাসের দাবি পোশাক মালিকদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৬ ২০:৩৮:৩৬
image



ঢাকা: পোশাক রপ্তানিতে উৎসে কর দেড় শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করার দাবি জানিয়েছেন পোশাক খাতের শিল্প মালিকেরা। তবে উৎসে করের বিদ্যমান হার দশমিক ৬০ শতাংশ বহাল রাখা হলেও তাতে আপত্তি নেই বলে জানান তারা।






শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক এক সংবাদ সম্মেলনে পোশাক খাতের শিল্প মালিকেরা এ দাবি জানান।






পোশাক শিল্প মালিকদের চার সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বিজিএপিএমইএ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তৃতা করেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।






আগামী অর্থবছরের বাজেটে পোশাক রপ্তানির এফওবি (ফ্রেইড অন বোর্ড) মূল্যের ওপর দেড় শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়। একই সঙ্গে অন্য রপ্তানিমুখী শিল্পের জন্য একই হারে উৎসে কর আরোপ করা হয়েছে। তবে পোশাক শিল্পের প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর ৩৫ শতাংশ থেকে হ্রাস করে ২০ শতাংশ করা হয়।






সিদ্দিকুর রহমান বলেন, বাজেট প্রস্তাবনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে খাতটি, তা হলো রপ্তানিমুখী পোশাক ও বস্ত্রখাত। প্রস্তাবনায় সবধরনের রপ্তানি মূল্যের ওপর উৎসে আয়কর দশমিক ৬০ শতাংশ থেকে দেড় শতাংশে নির্ধারণ করা হয়েছে। অর্থ্যাৎ ১৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে পোশাক ও বস্ত্র শিল্পের বিকাশ ব্যাহত করবে।






এই হারে উৎসে কর কর্তন করা হলে পোশাক ও বস্ত্রশিল্পের প্রতিযোগি সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না বলে তিনি আশংকা প্রকাশ করেন।






এই আশংকার কথা উল্লেখ করে উৎসে কর কমানোর দাবি জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা সরকারকে একান্তভাবে অনুরোধ করছি, পোশাক ও বস্ত্রশিল্পের প্রতিযোগি সক্ষমতা ধরে রাখতে উৎসে আয়কর কর্তনের হার ২০১৪-১৫ অর্থবছরের ন্যায় দশমিক ৩০ শতাংশ হারে নির্ধারণ করুন। আর তা যদি না সম্ভব হয়, তাহলে বর্তমানের ন্যায় দশমিক ৬০ শতাংশে বহাল রাখুন।’






সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও বিজিএমইএ সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সেলিম ওসামন, বিটিএমএ সহসভাপতি ফজলুল হক, বিজিএপিএমই সভাপতি রাফেজ আলম চৌধুরী, বিটিটিএলএমইএ সভাপতি হোসেন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।






(ঢাকাটাইমস/১৮জুন/জেবি)