ভ্যাট প্রত্যাহার না করলে আন্দোলনের হুমকি বেকারি মালিকদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৬ ১৩:৫২:১৩

ঢাকা: বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, রাজপথ উত্তপ্ত করা ব্যবসায়ীদের কাজ নয়। তবে রাজপথ উত্তপ্ত করার আগেই বেকারি শিল্পের ওপর থেকে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার করতে হবে । তা না হলে রাজপথে নামতে বাধ্য হবো।
রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বেকারি শিল্পে উৎপাদিত পাউরুটি, বনরুটি এ জাতীয় অন্যান্য রুটি হতে সম্পূর্ণভাবে এবং হাতে তৈরি বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত উৎপাদিত পণ্যের উপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বেকারি শিল্পে উৎপাদিত পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না করলে দেশে বেকারত্বের হার বাড়বে।
তিনি বলেন, শ্রমঘন ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প হিসেবে বেকারি শিল্প সবসময়ই ভ্যাটের আওতামুক্ত ছিল। ২০১৫-১৬ অর্থবছরেও হস্তচালিত বেকারিতে প্রস্তুত রুটি, বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ছিল। কিন্তু আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমাদের দাবির প্রতি কর্ণপাত করা হয়নি। উল্টো বিদ্যমান ব্যবস্থাও তুলে দেয়ার প্রস্তাব করা হয়েছে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ভ্যাট আরোপ করা হয়েছে গরীব মানুষের খাবারের উপর। বেকারি পণ্য গরীব মানুষ উৎপন্ন করে, গরীব মানুষরাই এই পণ্যের ভোক্তা। বেকারি শিল্পে ভ্যাট আরোপের ফলে চরম হুমকির মুখে পড়েছে এক কোটি মানুষের ভাগ্য। বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শত শত বেকারি। এতে করে বেকার হওয়ার পথে বেকারি শিল্পের লাখ লাখ শ্রমিক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জজ প্রমুখ।
(ঢাকাটাইমস/১৯জুন/জিএম/জেডএ)