মেধাবীদের বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৬ ১৮:১০:৫৪
ঢাকা: দেশের এক হাজার মেধাবী শিক্ষার্থীকে প্রথমবার বিমান ভ্রমণের সুযোগদানের উদ্দেশ্যে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ‘ফ্লাইং দ্য ফিউচার অব বাংলাদেশ’ কর্মসূচি চালু করেছে।
এ উপলক্ষে প্রথম ফ্লাইট গত ১৭ জুন পরিচালিত হয়। পরবর্তী সময়েও দেশের অভ্যন্তরে অনুরূপ ফ্লাইট পরিচালনা করা হবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহের মেধাবী শিক্ষার্থীদেরকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জুলাই কার্যক্রম শুরু করে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস।
(ঢাকাটাইমস/২০জুন/জেবি)