বাংলাদেশ ব্যাংকে আর চুক্তিতে নিয়োগ নয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুন, ২০১৬ ১৮:৫১:১৩
ঢাকা: বাংলাদেশ ব্যাংকে এখন থেকে আর চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, যারা চুক্তিতে বর্তমানে কর্মরত আছেন তাদের চুক্তির মেয়াদ নবায়নও হবে না।
আজ বুধবার সচিবালয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে রাশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পর্যায়ের দুইশ’রও বেশি কর্মকর্তা চুক্তিভিক্তিক নিয়োগে রয়েছেন। এদের চুক্তির মেয়াদ শেষ হলে আর নিয়োগ দেয়া হবে না। চুক্তির মেয়াদও বাড়ানো হবে না।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ড. ফরাসউদ্দিনের রিপোর্ট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ঈদের পর ওই রিপোর্ট প্রকাশ করা হবে।
তবে প্রতিবেদনে কী আছে সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেদন প্রকাশের সময়েই সব জানা যাবে।
(ঢাকাটাইমস/২২জুন/এইচআর/এমএম)