৪ জুলাই ব্যাংকও বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
২৬ জুন, ২০১৬ ১৪:৫৬:৫৬
ঢাকা: আগামী ৪ জুলাই সোমবার দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে। আর ২ ও ৩ জুলাই পোশাকশিল্প এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।
আজ রবিবার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনওয়ারুল ইসলাম।
এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবারের ঈদে টানা নয় দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।
(ঢাকাটাইমস/২৬জুন/এইচআর/জেবি)