logo ২৩ এপ্রিল ২০২৫
বগুড়ায় ওয়ালটনের শো-রুম উদ্বোধন
২৬ জুন, ২০১৬ ১২:৫০:৩২
image



ঢাকা: বগুড়ার নামাজগড় মোড়ে শনিবার উদ্বোধন হয় বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ওয়ালটন প্লাজা (এসটি)।  এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরী ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।  শো-রুমটির উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।






উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  ওয়ালটন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক  জনাব এমদাদুল হক সরকার, সহকারী পরিচালক জনাব জহিরুল ইসলাম, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক  জনাব আব্দুল মতিন সরকার এবং ওয়ালটন প্লাজা (এসটি) এর স্বত্বাধিকারী আলহাজ্ব খন্দকার মোঃ সফিউদ্দিন মাস্টারসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।






ইলিয়াস কাঞ্চন বলেন,  ‘ওয়ালটন শিল্প পরিবার চেষ্টা করছে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশের ঘরে ঘরে বাংলাদেশে তৈরী বিশ্বমানের ওয়ালটন পণ্যসামগ্রী পৌঁছে দিতে।  দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’খ্যাত ওয়ালটন পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি দেশপ্রেমিক সকল নাগরিকদের ওয়ালটনসহ দেশে তৈরি সকল প্রকার পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানান।






ইলিয়াস কাঞ্চন আরো বলেন,  ওয়ালটন এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের ব্র্যান্ড। বিশ্বমানসম্পন্ন পণ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন অতি শীঘ্রই শীর্ষস্থানে পৌঁছবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।