logo ২৩ এপ্রিল ২০২৫
তিন হাজার কোটি ডলার ছাড়ালো রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুন, ২০১৬ ২০:২৪:২৫
image



ঢাকা: নতুন উচ্চতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রথমবারের মতো রিজার্ভ ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়ালো।






সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। এর আগে গত এপ্রিলে বৈদেশিক মুদ্রার মজুদ ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।






এর আগে গত ২৫ এপ্রিল ২৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। এরও আগে ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এক বছর আগে গত বছরের জুন শেষে রিজার্ভ ছিল ২৫ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে।






বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সরবরাহ অনুযায়ী বাজারে ডলারের চাহিদা না থাকায় কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে ৩২০ কোটি ডলার কেনা হয়েছে। আগের অর্থবছরের পুরো সময়ে কেনা হয় ৩৪০ কোটি ডলার। মূলত আমদানি ব্যয় কম থাকায় বাজারে উদ্বৃত্ত হওয়া ডলার কিনতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। এছাড়া বেসরকারি খাতের অনেক উদ্যোক্তা বিদেশি ঋণ নিয়ে আমদানি ব্যয় মেটাচ্ছেন। সব মিলিয়ে সামনের দিনে আরও ডলার কিনতে হতে পারে। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে।






(ঢাকাটাইমস/২৭জুন/জেবি)