২-৪ জুলাই ব্যাংক খোলা থাকবে
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৬ ১২:৫৬:০৮
ঢাকা: দেশের সব বাণিজ্যিক ও বড় বড় বিপণীবিতান এলাকায় আগামী ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা থাকবে। এক জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত একটানা ছুটির কারণে ব্যবসায়ীরা ঈদের লেনদেনের সুবিধার্তে ব্যাংক খোলা রাখার দাবি জানিয়ে আসছিল।এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নেয়।
তবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ওইসব এলাকায় কোন শাখা খোলা থাকবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঈদ-উল ফিতর উপলক্ষে এক নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করে সরকার। এর ফলে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়ে দেশ।
(ঢাকাটাইমস/ ২৮ জুলাই/ এআর/ ঘ.)