logo ২২ এপ্রিল ২০২৫
লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৬ ১১:১০:১৩
image



ঢাকা: জাতীয় রাজস্ব বিভাগ(এনবিআর)চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী এ বছর এনবিআর এক লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে।






এনবিআর সূত্রে জানা গেছে, এ বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৫০ হাজার কোটি টাকা। আদায় হয়েছে এর চেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে মূল্য সংযোজন কর (মূসক) থেকে। এর পরিমাণ ৫৫ হাজার ৬৮৪ কোটি টাকা। এ ছাড়া আয়কর থেকে ৫৪ হাজার ২৪৫ কোটি টাকা এবং আমদানি পর্যায়ে শুল্ক থেকে আদায় হয়েছে ৪৪ হাজার ৮৫৫ কোটি টাকা।






(ঢাকাটাইমস/ ২৯ জুন/ এআর /ঘ.)