logo ২২ এপ্রিল ২০২৫
প্রভিডেন্ট ফান্ডের মুনাফায় উৎসে কর প্রত্যাহার
সংসদ প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৬ ১৪:৪৮:০৩
image



ঢাকা: আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে  তৈরি পোশাকসহ রপ্তানি খাতে উৎসে কর দশমিক সাত শতাংশ করা হয়েছে। বাজেট প্রস্তাবে ১ দশমিক ৫ শতাংশ করা হয়েছিল। তবে চূড়ান্তভাবে তা কমিয়ে দশমিক ৭ শতাংশ করা হয়েছে। বাজেট ঘোষণার পর থেকেই এ বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও এই উৎসে কর যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ দিয়েছিলেন।






তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ে উৎসে কর দশমিক ০৭ শতাংশ করা হয়েছে। বর্তমানে তৈরি পোশাক খাত থেকে উৎসে কর বাবদ আদায় হচ্ছে দেড় হাজার কোটি টাকা।এছাড়া ব্যক্তিখাতে বিনিয়োগ সীমা ২৫ ভাগ করা হয়েছে।গত বছর ছিল ৩০ ভাগ।এবছর বাজেট প্রস্তাবে ৩০ ভাগ করা হয়েছিল।






তৈরি পোশাক খাতের  রপ্তাহি আয়ের ওপর আরোপিত উৎসে কর, প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের ওপর উৎসে কর কমানো হয়েছে। একই সঙ্গে ভ্যাটের মামলা নিষ্পত্তির জন্য আপিল আদালতের ফি কমানো, সঞ্চয়পত্রের ও ব্যাংকের মুনাফার ওপর উৎসে কর কমানো, মেডিটেশন সেবার ওপর মূসক প্রত্যাহার এবং বিস্কুট-বনরুটির ওপর ভ্যাট সুবিধা পুনর্বহাল করা হয়েছে।






এছাড়াও ব্যক্তি বিনিয়োগে রেয়াতি সুবিধা বাড়ানোসহ বেশকিছু প্রস্তাবনা প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। সে ক্ষেত্রে এগুলোর কর কাঠামোতে পরিবর্তন আসতে পারে। এর বাইরে কাস্টমসের কয়েকটি এইসএস কোডে পরিবর্তন আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।






প্রস্তাবিত বাজেটে ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছিল। আগে এর ওপর কোনও  কর ছিল না। এর মাধ্যমে একজন করদাতার ভবিষ্যৎ আয়ের ওপর কর বসানো হয়েছিল। কারণ ওই করদাতার প্রভিডেন্ট ফান্ডের অর্থ নিজের হিসাবে না আসা পর্যন্ত তা নিজের আয় নয়। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, প্রভিডেন্ট ফান্ডের  তহবিলে উৎসে কর বসানোর ফলে সঞ্চয় করার প্রবণতাকে নিরুৎসাহিত করা হবে। সেজন্য এটা তুলে নেওয়া উচিত বলে মনে করেন তারা। এসব বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের মুনাফার ওপর আরোপকৃত ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।






(ঢাকাটাইমস/ ২৯ জুন /এআর /ঘ.)