logo ২২ এপ্রিল ২০২৫
অগ্রণী ব্যাংকের এমডি হামিদ অপসারিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৬ ১৩:১৮:৪৫
image



ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার তাকে অপসারণ করে।বৃহস্পতিবার সকালে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরিত চিঠি দিয়ে তাকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়।দীর্ঘ তদন্ত শেষে গতকাল বুধবার তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।






অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, “এমডিকে অপসারণ সংক্রান্ত চিঠি পেয়েছি। ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়েছে।”









এমডি সৈয়দ আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের শুনানি শেষে  অপসারণের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি। বুধবার বিকালে সেই সুপারিশ অনুমোদন করেন গভর্নর ফজলে কবির।






গত বছর বাংলাদেশ ব্যাংককে উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় সৈয়দ আবদুল হামিদের চাকরির মেয়াদ এক বছর বাড়ায়। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক তার চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়নি।






বাংলাদেশ ব্যাংক একাধিকবার অগ্রণী ব্যাংকের এমডির অনিয়ম-দুর্নীতির চিত্র জানালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। উল্টো তাকে চতুর্থবারের মতো এমডি হিসেবে নিয়োগের পক্ষে সুপারিশ করে।






(ঢাকাটাইমস/ ৩০ জুন /এআর /ঘ.)