logo ২২ এপ্রিল ২০২৫
ভারত ও অস্ট্রেলিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএসএমআরএমইউর চুক্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুলাই, ২০১৬ ১৬:০২:০৯
image




ঢাকা: দেশের প্রথম এবং একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে ভারত ও অস্ট্রেলিয়ার দুই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে। মেরিটাইম শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা আনতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি ও ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির চুক্তি সই হয়।



উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ এ বিশ্ববিদ্যালয়কে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন এবং একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।



শুধু বহির্বিশ্বই নয়, দেশের উচ্চশিক্ষা ও মেরিটাইম সংশ্লি­ষ্ট সকল প্রতিষ্ঠানকে এক প্লাটফর্মে এনে একযোগে কাজ করার উদ্যোগও  গ্রহণ করেছে এ বিশ্ববিদ্যালয়। তারই অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।  



বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বেশকিছু সেমিনার, ওয়ার্কশপ ও মেরিটাইম সংশ্লি­ষ্ট প্রতিষ্ঠান পরিদর্শনের কার্যক্রম সম্পন্ন করেছে। গত ৩০ মে ২০১৬ চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়টি একটি সেমিনারের আয়োজন করে, যাতে দেশের সকল মেরিটাইম স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতবিনিময় করেন।



(ঢাকাটাইমস/৩জুলাই/এমএম)