logo ২২ এপ্রিল ২০২৫
গুলশানের ঘটনায় বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৬ ২১:০১:৪৭
image



সিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গুলশানের রেস্টুরেন্টের অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স অবস্থানের কারণে বিদেশিরা সন্তুষ্ট আছেন। দেশে জঙ্গিদের ব্যাপারে সরকার কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রী বলেছেন, এদের শেকড় খুঁজে বের করা হবে।






আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় সিলেট নগরীর রিকাবিবাজার-মীরের ময়দান বীর মুক্তিযোদ্ধা ডা. চঞ্চল সড়কের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।






প্রসঙ্গত, দেড় কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি করপোরেশন এই রাস্তাটির কাজ সম্পন্ন করে। প্রশস্তকরণ কাজে খরচ ৭৮ লাখ টাকা, ডিভাইডার ২৬ লাখ টাকা, ইলেকট্রিক বোল্ড ১২ লাখ টাকাসহ আরো ৩৪ লাখ টাকা খরচ হয়েছে।






মীরের ময়দান থেকে পুলিশ লাইন হয়ে ব্লু-বার্ড স্কুল পর্যন্ত একইভাবে প্রশস্তকরণ হবে। টেন্ডার হয়ে গেছে, দুই কোটি ২০ লাখ টাকা খরচ ধরা হয়েছে। এছাড়া ব্লু-বার্ড স্কুলের সামনের কালভার্ট নির্মাণে আরো ৩৮ লাখ টাকা খরচ ধরা হয়েছে।






অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘দেশে অনাকাঙ্ক্ষিত ট্রাজেডি হয়েছে। কম বয়সী ছেলে, যারা ভালো পরিবারে বড় হয়েছে, পড়ালেখা করেছে তারা বিপথগামী হয়ে এটি ঘটিয়েছে।..এটি দেশের সন্মানহানি করেছে।’






যারা এই ঘটনায় শিকার হয়ে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবুল মাল মুহিত বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এরকম বিপথে যাবেন না- বলেও আশা প্রকাশ করেন।






তিনি বলেন, আমাদের অভিভাবকরা ছেলেমেয়েদের কম দেখাশোনা করেন, ছেড়ে দেন, ছেলেমেয়ে যে যেভাবে ইচ্ছে চলাফেরা করে। এটা ঠিক নয়। তাদের কাছে রাখা দরকার, ভালোবাসা দিয়ে স্কুলে নিয়ে যাওয়া দরকার। যে সন্তান ভালোবাসা, স্নেহ মমতা পেয়েছে সে কখনো এরকম কাজ করতে পারে না।






(ঢাকাটাইমস/০৪জুলাই/জেবি)