logo ২২ এপ্রিল ২০২৫
ব্যাংক-বিমায় এখনো কাটেনি ঈদের আমেজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ১৮:২১:২২
image



ঢাকা: ঈদুল ফিতরের টানা ৯দিন ছুটি শেষে আজ রবিবার ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য অফিস খুলেছে। তবে রাজধানীতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট এখনো খুলেনি। বন্ধ রয়েছে অধিকাংশ বড় বড় মার্কেট। ব্যাংক-বিমাসহ অন্যান্য অফিসগুলোতে ঈদের আমেজ কাটেনি।






ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। মতিঝিলের ব্যাংকপাড়ায় কর্মকর্তাদের সরব উপস্থিতি থাকলেও গ্রাহক অভাবে তাদের অলস সময় কাটাতে হচ্ছে। লেনদেন স্বাভাবিকের তুলনায় অনেক কম। স্বল্পসংখ্যক গ্রাহকের সঙ্গে কর্মকর্তাদের ঈদের কুশল বিনিময় করে সময় কাটাতে দেখা গেছে। তবে বাংলাদেশ ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। কর্মকর্তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।






উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৯ দিনের টানা ছুটি থাকলেও ঈদ হয়েছে মাত্র দুইদিন আগে। এজন্য ঈদের আমেজ এখনো কাটেনি। ব্যাংকে ৯০ শতাংশের বেশি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হয়েছে। তবে গ্রাহক অভাবে লেনদেন অনেক কম হচ্ছে।






তিনি বলেন, ব্যবসায়ীরা এখনো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান চালু না করায় গ্রাহক সংখ্যা কম। এতে বড় ধরনের লেনদেন হচ্ছে না। এ সপ্তাহে ক্রমান্বয়ে লেনদেন বাড়বে। আগামী সপ্তাহ থেকে লেনদেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।






এদিকে, ব্যাংক-বিমার পাশাপাশি আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে মতিঝিলে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতে গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম। প্রথম দিনেই সূচক ও লেনদেনের পতন হয়েছে।






(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)