লালমোহনে মার্সেল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন
ঢাকাটাইমস ডেস্ক
১৭ জুলাই, ২০১৬ ১৭:১০:২২

ঢাকা: ভোলার লালমোহন মডেল হাই স্কুল মাঠে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে ১৫ জুলাই ২০১৬ তারিখ উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম মেসার্স লালমোহন ইলেকট্রনিক্স। এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। শো-রুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগের ফার্স্ট সিনিয়র উপ-পরিচালক মো. আশিক আল মামুন, মার্কেটিং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (হেড অব মার্সেল, সাউথ) মো. শামীম আল মামুন, মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাহ্ শহীদ চৌধুরী, এরিয়া ম্যানেজার মো. শরিফুল ইসলাম এছাড়াও ডিস্ট্রিবিউটর ও ভোলা জেলা জাতীয় পার্টি সেক্রেটারি নুরুননবী সুমনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দর্শকদের আনন্দ দেয়ার জন্য উপস্থিত ছিলেন বিখ্যাত কৌতুক শিল্পী আবু হেনা রনি। অনুষ্ঠানে আবু হেনা রনি বিভিন্ন ধরনের মজাদার কৌতুক পরিবেশন করে উপস্থিত দর্শকদের অনাবিল আনন্দ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। তিনি আশা করেন খুব শিগগির মার্সেল ব্র্যান্ড বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে। তিনি আরো বলেন সাশ্রয়ী মূল্যে বিশ্বমানসম্পন্ন পণ্য গ্রাহকদের নিকট সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়েই একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে মার্সেল।
(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি)