logo ২২ এপ্রিল ২০২৫
পোশাক খাতে ২৫০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুলাই, ২০১৬ ২১:২৯:৩২
image



ঢাকা: রাজধানী গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ফলে তৈরি পোশাক খাতে ২০০ থেকে ২৫০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েসন। শনিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোশিয়েশন পক্ষ থেকে এ আশঙ্কার কথা জানানো হয়।






সংবাদ সম্মেলনে বলা হয়, এইচ অ্যান্ড এম এর মত বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান এখন বাংলাদেশে ব্যবসা কমিয়ে আনার চিন্তা করছে। এ সময় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠে দেশের স্বার্থে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।






গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ৯ ইতালিয় নাগরিকের সবাই তৈরি পোশাক ব্যবসায় সংশ্লিষ্ট ছিলেন। তাদের মধে কয়েক জনের পোশাক কারখানাসহ এদেশে বায়িং হাউসও ছিল।






শুধু নাদিয়া বেনেদিত্তির স্টুডিও টেক্সের মাধ্যমেই আসতো গড়ে ১০ কোটি ডলারের ক্রয়াদেশ। ভারতীয় নাগরিক তারুশি জৈনের বাবাও তৈরি পোশাক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।






বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, গুলশানে ওই জঙ্গি হামলার ফলে বিদেশি প্রায় সব ক্রেতাই এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা ক্রয়াদেশ দিতে আর বাংলাদেশে আসছেন না। অনেকে সিঙ্গাপুর, দুবাইসহ বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় পোশাক শিল্প মালিকদের ডেকে নিয়ে বৈঠক করছেন।






আবার অনেক বড় বড় প্রতিষ্ঠান এদেশে ব্যবসা কমিয়ে আনার চিন্তা করছে। এর ফলে পোশাক রপ্তানিতে ২০০ থেকে ২৫০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা।  এ পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে একটি সমন্বিত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বায়িং হাউস অ্যাসোসিয়েশন।






(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)