logo ১১ এপ্রিল ২০২৫
৫৫০ জনকে চাকরি দেবে পাটকল করপোরেশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৬ ২১:১২:১৪
image



ঢাকা: বাংলাদেশ পাটকল করপোরেশন ৫৫০ জনকে চাকরি দেবে। গত ২২ জুলাই জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১১ আগস্ট পর্যন্ত পদগুলোতে আবেদন করা যাবে।






সময়রক্ষক






সময়রক্ষক পদে নিয়োগ দেয়া হবে ১০০ জন। উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতাসম্পন্নরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর।  নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।






অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক






পদটিতে নিয়োগ দেওয়া হবে ১৭০ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তবে বিজেএমসি ও এর আওতাধীন কল-কারখানায় কর্মরত অফিস সহায়করা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২৩ হাজার ৪৯০ টাকা।






পরীক্ষক (মান নিয়ন্ত্রক)






পরীক্ষক পদে ৩৫ জন লোকবল নেয়া হবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্নরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৩০ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।






অফিস সহায়ক






শূন্য পদে ৪০ জন অফিস সহায়ক নিয়োগ দেয়া হবে। মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৩০ বছর বয়সের প্রার্থীরা। পদটিতে বেতন আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।






অগ্নিনির্বাপককর্মী






পদটিতে নিয়োগ পাবেন ৪০ জন। অষ্টম শ্রেণি পাস এবং পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স অনূর্ধ্ব-৩০ বছর হলেই পদটিতে আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।






নিরাপত্তা প্রহরী






১৭৫ পদে নিরাপত্তা প্রহরী নিয়োগ দেয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব-৩০ বছর। নির্বাচিত প্রার্থীদের বেতন দেয়া হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লিখিত কাগজ, তিন কপি ছবি ও ৩০০ টাকার ব্যাংক ড্রাফটসহ পদটিতে আবেদন করতে পারবেন ‘সচিব, বাংলাদেশ পাটকল করপোরেন, আদমজী কোর্ট, এনেক্স-১ (পঞ্চম তলা), ১১৫-২০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। পদগুলোতে আবেদন করতে পারবেন বিজ্ঞাপনে উল্লিখিত জেলার প্রার্থীরা।






(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)