logo ১৬ এপ্রিল ২০২৫
বাংলালিংকে বিজনেস ম্যানেজার পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৬ ২০:০৫:১৪
image



ঢাকা: টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক জোনাল বিজনেস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।






যোগ্যতা






বিবিএ বা বিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে এক বছরের চাকরির অভিজ্ঞতাসহ মোট দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সেলস ও মার্কেটিংয়ে দক্ষ এবং কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে অভিজ্ঞ হতে হবে।






আবেদন প্রক্রিয়া






পদটিতে ১৭ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাংলালিংকের ওয়েবসাইটের (http://banglalink.bdjobs.com/Details.asp?JobID=1497) মাধ্যমে।






(ঢাকাটাইমস/১৫জুলাই/জেবি)