২১২ জনকে নিয়োগ দেবে রেলওয়ে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুন, ২০১৬ ১০:২৭:১৮
ঢাকা: বাংলাদেশ রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে ২১২ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি একটি দৈনিকে প্রকাশিত হয়েছে।
যোগ্যতা
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস অথবা পেশাদার পরিচ্ছন্নতাকর্মীর বৈধ সনদধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স ৪ আগস্ট, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
বেতন ও ভাতা
নিয়োগপ্রাপ্তদের আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন দেয়া হবে। পাশাপাশি থাকবে ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পদগুলোতে আবেদনের জন্য www.railway.gov.bd ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে তিন কপি ছবি, ৫০ টাকা পরীক্ষার ফি এবং অন্যান্য কাগজসহ জমা দিতে পারবেন ‘চিফ পার্সোনেল অফিসার—পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদনপত্র জমা দেয়া যাবে ৮ আগস্ট-২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/২৫জুন/জেবি)