logo ১৯ এপ্রিল ২০২৫
গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৬ ১৮:৩৬:০১
image



ঢাকা: শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন কাস্টমার সার্ভিসে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি-ডিজিটাল কেয়ার, ডিজিটাল চ্যানেলস’ পদে নিয়োগ দেয়া হবে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বল্পকালীন মেয়াদের এ পদটিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।






যোগ্যতা






স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত বা নাম অন্তর্ভুক্ত আছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে নিয়োগের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস অথবা সামাজিক যোগাযোজ মাধ্যমগুলোতে ন্যূনতম ছয় মাস কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজি যোগাযোগে দক্ষ, কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে পারদর্শী এবং টাইপিংয়ে দ্রুতগতিসম্পন্ন (৪০ শব্দ প্রতি মিনিট) হতে হবে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র জমা নেয়ার শেষ তারিখ ২১ জুন-২০১৬।






(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)