জেট ডটকম কিনে নিতে চায় ওয়ালমার্ট
বিবিসি অবলম্বনে তানিয়া আফরোজ
০৯ আগস্ট, ২০১৬ ১০:৩৫:৪৭

বিশ্বের শীর্ষ রিটেলাইর চেইন ওয়ালমার্ট অনলাইন রিটেইলার জেট ডটকম কিনে নেওয়ার কথা ভাবছে। অবশ্য কত ডলার দিয়ে তারা এটি কিনছে তা এখনও নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই অর্থের পরিমাণ হতে পারে তিন বিলিয়ন ডলার।
ওয়ালমার্ট জেট কোম্পানির পণ্যাগার কেনার পরিকল্পনা করেছে বলেও জানানো হয় প্রতিবেদনে। জেট ডটকমের ক্রেতাদের দলে ভেড়ানোটাও হবে ওয়ালমার্টের জন্য ব্যবসায়িক অর্জন। এর পাশাপাশি জেট ডটকমের ব্যাবসায়িক পরিকল্পনাও ওয়ালমার্টের অনলাইন ব্যবসা ও হোম ডেলিভারিতে নতুন মাত্রা যোগ করবে বলেই ভাবছে কোম্পানিটি।
জেট ডটকম গত বছর অনলাইন কেনাবেচার ওয়েবসাইট চালু করে। খুব অল্প সময়ের মধ্যেই এটি শীর্ষ অনলাইন বাজার আমাজন ডটকমের নিকটতম প্রতিযোগী হয়ে ওঠে।
ওয়ালমার্টের নতুন এই ব্যবসায়িক পদক্ষেপ আমাজনের জন্য নতুন চ্যালেঞ্জের জন্ম দেবে বলেই মনে করছে পর্যালোচকরা। তবে এ বিষয়ে আমাজন এখন পর্যন্ত কোনো মতামত প্রকাশ করেনি।
ওয়ালমার্ট গত বছর থেকেই ব্যাবসায়িক লক্ষ্যমাত্রা অজর্নে ব্যার্থ হয়েছে। গত বছর বিশ্বেও এই শীর্ষ রিটেইলার চেইন তিন দশমিক আট মিলিয়ন ডলার ব্যায় করেছে বিজ্ঞাপনে। গত ৪৬ বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি তাদের বিক্রির লক্ষমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।
গত মে মাসেও য়ালমার্টের দেওয়া তথ্য অনুসারে প্রতিষ্ঠানটির ই-বিজনেস থেকে প্রান্তিক আয় বেড়েছে ৭ শতাংশ। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির আয় বাড়ার পরিমাণ ছিল ১৭ শতাংশ।
আমাজনের সঙ্গে তুলনা করলে এই বিক্রয় প্রবৃদ্ধির হার অনেক কম। গত প্রান্তিকে আমাজনের বিক্রয় প্রবৃদ্ধি ছিল ৩১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।
আমাজনের ই-বিজনেসকে অতিক্রম করতে হলে ওয়ালমার্টকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। তবে জেট ডটকমের সঙ্গে যদি ব্যাবসা একীভূত হয় তাহলে খুব সহজেই আমাজনকে অতিক্রম করতে পারবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
২০১৫ সালের জুলাই মাসে জেট ডটকম তাদের ব্যবসা শুরু করে। এবং এরই মধ্যে যথেষ্ঠ সফল হয়েছে। সম্প্রতি মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান স্লাইস ইন্টেলিজেন্সের প্রতিবেদনে গত বছর সেপ্টেম্বর ও ডিসেম্বরে প্রতি মাসে গড়ে ২৮ শতাংশ বিক্রি প্রবৃদ্ধি ঘটেছে।তবে ব্যাবসা শুরুর মাত্র এক বছরের মধ্যে ওয়ালমর্টের সঙ্গেএকীভূত হয়ে যাওয়ার সিদ্ধান্তটি যথেষ্ট সমালোচনার সৃষ্টি করেছে।
জেট ডটকম ব্যবসা শুরু করেছিল আমাজনের থেকে কম বিক্রয়মূল্যের প্রতিশ্রুতি নিয়ে। ডিসকাউন্ট আর সেলস কমিশনের মাধ্যমে ক্রেতা আকষর্ণের এই পন্থা ধরে রাখতে গিয়ে প্রতিষ্ঠানটি যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়।
সাইটটি ক্রেতাদের নির্ভরযোগ্যতায় শীর্ষে পৌঁছতে চেয়েছিল। কাপড় ধোয়ার সাবান থেকে টুথপেস্ট, কফি প্রভৃতি আমাজনের চেয়ে কমমূল্যে বেচার বিক্রি করেছে জেট ডটকম। বাজারদরের তুলনায় এই অনলাইন বাজার বছরে ৫০০ ডলার বাঁচানোর নিশ্চয়তা দিয়েছে ক্রেতাদের। এখনও জেট এর পণ্য আমাজনের চেয়ে এক শতাংশ কমে পাওয়া যাচ্ছে।
ওয়ালমার্টের সঙ্গে একীভূত হওয়ার পর জেট ডটকম স্বতন্ত্র সাইট হিসেবেই থাকবে নাকি ওয়ালমার্টের সঙ্গে একই কাঠামোতে পরিচালিত হবে সেটা এখনও পরিস্কার নয়। ওয়ালমার্ট ও জেটডটকম, কেউই এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
(ঢাকাটাইমস/৯আগস্ট/কেএস/ডব্লিউবি)