জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৬ ১৭:০২:০৭

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এই মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪০ শতাংশ, যা গত অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ এই তথ্য মঙ্গলবার শেরেবাংলা নগরে সংবাদ সম্মেলনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, ‘গেল মাসে ঈদের কারণে খাদ্য মূল্যস্ফীতি একটু বাড়লেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম কিছুটা কমেছে। সব মিলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমেছে।’
গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ, যা জুন মাসে ছিল ৪ দশমিক ২৩ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে জুনে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা কমে জুলাইতে ৬ দশমিক ৯৮ শতাংশে নেমেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি হয় ৩ দশমিক ৪৪ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৫৯ শতাংশে উঠেছে; খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৬ দশমিক ৭৯ শতাংশ থেকে কমে ৬ দশমিক ২৬ শতাংশে নেমেছে।
অন্যদিকে শহরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে জুনের ৭ দশমিক ২৩ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে।
শহরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ০৬ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ১১ শতাংশে উঠেছে; খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৮ শতাংশে নেমেছে।
(ঢাকাটাইমস/০৯আগস্ট/এইচআর/জেবি)