logo ১৯ এপ্রিল ২০২৫
বাংলামেইলের তিন সাংবাদিকের জামিন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৬ ১৩:১২:২৭
image



অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনের জামিন হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।






আজ রবিবার দুপুর ১২টায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরা হলেন- নিউজ পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ।






গুজব ছড়ানোর অভিযোগে ৮ আগস্ট সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর পল্টন থানায় পত্রিকাটির মালিক ও প্রকাশক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমসহ ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তারা গ্রেপ্তার হলেও ফজলুল আজিম এখনো পলাতক।






‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টালে একটি ভুয়া খবর ছাপা হয়েছিল, যা গুজব ছিল বলে বাংলামেইল ৭ আগস্ট রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে।






এরপর র‌্যাব-৩ এর একটি দল রোববার গভীর রাতে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে সাহাদাত, মাকসুদুল ও পলাশকে নিয়ে যায়।






পরদিন সোমবার চারজনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি পোর্টালটি বন্ধ করে দেয়া হয়।






মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবীর আদালতে রিমান্ডের আবেদন করে পুলিশ। আর তিন সাংবাদিকের আইনজীবীরা করেন জামিনের আবেদন। শুনানি শেষে দুই আবেদনই নাকচ করে তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এক সপ্তাহ পর তিনজন জামিন পেলেন।






(ঢাকাটাইমস/১৪আগস্ট/এজেডে/এমএইচ)