logo ১৯ এপ্রিল ২০২৫
তিন সাংবাদিককে রিমান্ডে চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৬ ১৫:০০:৫৬
image



ঢাকা: ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে আটক অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের তিন সাংবাদিকের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।  






আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবীর আদালতে এ আবেদন করে পুলিশ।






কিছুক্ষণের মধ্যে এই  আবেদনের ওপর শুনানি শুরু হবে।






রবিবার রাতে ভুয়া নিউজ প্রকাশের দায়ে ওই তিন সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ। তিন সাংবাদিক হলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক শাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ। এ অভিযোগে অনলাইন পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়।






(ঢাকাটাইমস/৯আগস্ট/এমএম)