logo ১৯ এপ্রিল ২০২৫
‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৬ ১৮:৫৯:০২
image



চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘দেশের সব অগ্রযাত্রায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন কিংবা অন্য কোনো কারণে সাংবাদিকদের মধ্যে যেন বিভেদ বা অনৈক্য না হয় সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গিবাদ-মৌলবাদ ও স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে অপচেষ্টা চালাচ্ছে তা সাংবাদিক সমাজকে একজোট হয়ে প্রতিহত করতে হবে।’






মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইকবাল সোবহান চৌধুরী এ আহ্বান জানান।






সম্প্রতি অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ায় একজন ভোটার যেকোনো প্রার্থীকেই ভোট দিতে পারে। এখন নির্বাচন শেষ। তাই এটা নিয়ে যাতে আমাদের মাঝে কোনো বিভাজন সৃষ্টি না হয়। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব সাংবাদিক ঐক্যবদ্ধ থাকবো।’ তিনি প্রগতিশীল সাংবাদিকতায় চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে উল্লেখ করে বলেন, ‘এই ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’






চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে  ও  যুগ্ম  সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, প্রবীণ সাংবাদিক ও বিএফইউজের সাবেক সহসভাপতি অরুণ দাশগুপ্ত, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, অঞ্জন কুমার সেন, মোশতাক আহমেদ, এম নাসিরুল হক, এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী  প্রমুখ।






(ঢাকাটাইমস/০২আগস্ট/এসএস/জেবি)