logo ২৩ মে ২০২৫
সাংবাদিক আবু হাসান ঢাকাটাইমস ও এই সময়ের খুলনা ব্যুরো প্রধান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৬ ১৯:২৭:১২
image




ঢাকা: ঢাকাটাইমস২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়ের খুলনা ব্যুরো প্রধান হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক শেখ আবু হাসান। এ মাসের মাঝামাঝিতে তিনি এ পদে যোগ দেন।



সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরের খুলনার ব্যুরো প্রধান হিসেবে কাজ করছিলেন। এর আগে ঢাকাটাইমস ও এই সময়ের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেন। সাংবাদিক আবু হাসান দীর্ঘদিন খুলনায় দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ছিলেন।



১৯৮৫ সালে ঢাকায় ভ্যানগার্ড পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ১৯৮৬ সালে খুলনার বঙ্গবাণীতে সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া খুলনার পূর্বাঞ্চল পত্রিকায় সহকারী সম্পাদক, আজকের কাগজের সিনিয়র রিপোর্টার এবং ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন।  



বিশিষ্ট এই সাংবাদিক খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিকবার নির্বাচিত হয়েছেন। বর্তমানের তিনি খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য।  



আবু হাসান ১৯৫৯ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন খুলনার মোল্লাহাটে জন্মগ্রহণ করেন।



(ঢাকাটাইমস/ ২৮ জুলাই/ এইচএফ)