logo ২০ এপ্রিল ২০২৫
চীনে অনলাইন নিউজপোর্টাল বন্ধ
ঢাকাটাইমস ডেস্ক
২৫ জুলাই, ২০১৬ ১৬:২৬:১৫
image



ঢাকা: রাষ্ট্রীয় সংবেদনশীল বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি ও প্রতিবেদন প্রকাশের কারণে চীনের বেশ কিছু অনলাইন নিউজপোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতের এনডিটিভি। 






প্রতিবেদনে বলা হয়, সিনা, সহু, নেটিজ এবং আইফেংসহ চীনা ভাষার বেশ কয়েকটি রাজনৈতিক, সোশ্যাল নিউজ এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিং ইন্টারনেট নিয়ন্ত্রণ বিভাগ পোর্টালগুলোতে প্রকাশিত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মনীতির লঙ্ঘনের অভিযোগে তীব্র সমালোচনার করে। তারপরই পোর্টালগুলো বন্ধ করা হয়।    






নাম প্রকাশে অনিচ্ছুক বেইজিং ইন্টারনেট নিয়ন্ত্রণ বিভাগে এক কর্মকর্তা বলেন, ‘নিউজ পোর্টালগুলো বিপুলসংখ্যক সংবাদ নিজেরা সম্পাদনা করে প্রকাশ করে থাকে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়ে। পোর্টালগুলোকে জরিমানাও করা হয়েছে।’ 






খবরে বলা হয়, বেসরকারি চীনা নিউজপোর্টালের সাংবাদিকদের শুধু খেলাধূলা এবং বিনোদনের সংবাদ সংগ্রহের অনুমতি রয়েছে। রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংবেদনশীল সংবাদের ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ব্যবহার করতে হবে। কিন্তু কিছু সাইট ব্যাপক বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে। তারা নিজেরাই সংবাদ সংগ্রহ করছে। উচ্চ প্রযুক্তির যুগে এগিয়ে থাকতে তারা অনুসন্ধানী প্রতিবেদনও করছে।    






চীনা কমিউনিস্ট পার্টি তাদের নিয়মবিরোধী কোনো আচরণ সহ্য করে না। সংবাদপত্র, ওয়েবসাইট এবং সম্প্রচার গণমাধ্যম দেশটির সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ রেখেছে। ২০১৩ সালে জি জিংপিং দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর কড়াকড়ি আরও বেড়েছে।






(ঢাকাটাইমস/২৫জুলাই/এসআই/জেবি)