ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৭:৩০:০৬

ঢাকা: দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং রাজশাহী জেলার প্রতিবেদক সাইদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে বাদশার পক্ষে মামলাটি করেন দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়।
শুনানি শেষে বিচারক পল্টন থানাকে মামলাটি তদন্ত করে আগামী ২১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই দৈনিক ভোরের কাগজে ‘বাদশাকে নিয়ে রাজশাহী ১৪ দলে টানাপড়েন: জঙ্গিবাদবিরোধী সমাবেশে যাচ্ছে না আওয়ামী লীগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপিকে নিয়ে রাজশাহী ১৪ দলে টানাপোড়েন শুরু হয়েছে। বাদশা দলীয় অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগ দুর্বৃত্তায়ন ও লুটপাটে ভেসে গেছে। তার এই বক্তব্যে আওয়ামী লীগ নেতারা চরম ক্ষুব্ধ। এ কারণে বাদশার নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী সমাবেশে যাচ্ছেন না আওয়ামী লীগ নেতারা। তার বিরুদ্ধে কেন্দ্রীয় ফোরামে অভিযোগ করবেন নেতারা। প্রতিবেদনটির একটি অনুচ্ছেদে রাজশাহী বার্তা অফিস দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ করা হয়। যে পার্টি একটি অফিস স্থাপন করতে পারে না সেই পার্টির নেতার মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ শোভা পায় না বলে উল্লেখ করা হয়। এই বক্তব্য মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়।
(ঢাকাটাইমস/১৯জুলাই/আরজেড/জেবি)