logo ২০ এপ্রিল ২০২৫
অনলাইনে এখনও চলছে পিস টিভির সম্প্রচার
ঢাকাটাইমস ডেস্ক, ঢাকাটাইমস
১২ জুলাই, ২০১৬ ১১:১১:৪৪
image



ঢাকা: উগ্র মতবাদ প্রচারের অভিযোগে বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ হলেও অনলাইনে এখনও দেখা যাচ্ছে এর অনুষ্ঠানমালা। ভারতের এই ইসলামি বক্তার টেলিভিশন চ্যানেলটির কার্যক্রম চালানো হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে।






স্যাটেলাইটের মাধ্যমে টেভিলিশনের পাশাপাশি অনলাইনেও সমানতালে প্রচার কার্যক্রম চালায় পিস টিভি। ফলে টেলিভিশনের সম্প্রচার বন্ধ হলেও এসব ‘উগ্র’মতবাদ ঠিকই প্রচার হচ্ছে।






তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোনও বক্তব্য একাধিক মাধ্যমে একইসঙ্গে প্রচার হলে এর একটি যদি বন্ধ করে দেয়া হয় তাহলে অন্যটির ওপর নির্ভরশীলতা বাড়ে। পিস টিভির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।






বাংলাদেশে গুলশানের রেস্টুরেন্ট হলি আর্টিজানে হামলাকারী অন্তত দুই জঙ্গি জাকির নায়েকের অনুসারী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ভারতে প্রকৌশল বিদ্যার চার ছাত্র এই বক্তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তে নামে ভারত সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। নিষিদ্ধ করা হয় টেলিভিশনটির প্রচার। এই সিদ্ধান্তের পর দিন বাংলাদেশেও টেলিভিশনটির ডাউনলিংক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার যা কার্যকর হয় সোমবার।






কিন্তু http://www.peacetv.tv/ এই ওয়েব অ্যাড্রেসে এখনও পিস টিভির সরাসরি সম্প্রচার চালু থাকতে দেখা গেছে।






বাংলাদেশ সরকার অবশ্য এরই মধ্যে জানিয়েছে, অনলাইনেও পিস টিভির সম্প্রসার বন্ধ করা হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গণমাধ্যমকে জানিয়েছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সঙ্গে কথা বলে শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।






তবে তথ্যপ্রযুক্তিবিদরা বলছেন, অনলাইনে প্রচার বন্ধ করা কঠিন। বাংলাদেশে সফটওয়ার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার ঢাকাটাইমসকে বলেন, ‘এর আগে সরকার ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দিলেও নানাভাবে ব্যবহারকারীরা ঠিকই এগুলো ব্যবহার করেছে। পিস টিভির সম্প্রসার বন্ধের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। সরকার এ ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় আগায় সেটা এখন দেখার বিষয়।






 দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, জঙ্গিদের কাছে জাকির নায়েকের টেলিভিশন চ্যানেলে প্রচারিত তার বিভিন্ন বক্তৃতার ক্লিপিংস মিলেছে। তার বিরুদ্ধে অভিযোগ, টেলিভিশন সম্প্রচারে সন্ত্রাসবাদীদের উৎসাহিত করছেন এই ধর্ম প্রচারক। তাই তার চ্যানেলের সম্প্রচার বন্ধ তো বটেই, জাকিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের কথাও ভাবা হচ্ছে। ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে তাকে গ্রেপ্তারের কথাও ভাবছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।






এই তদন্তের মুখে সৌদি আরবে অবস্থানরত জাকির নায়েক এরই মধ্যে নিজ দেশে ফেরার সিদ্ধান্ত স্থগিত করেছেন। তিনি ভারত না ফিরে আফ্রিকার কয়েকটি দেশে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন এই ধর্মীয় বক্তা। তিনি দাবি করেছেন, আগে থেকেই এই কর্মসূচি ঠিক করা ছিল। তবে ভারতের গোয়েন্দারা মনে করছেন, জঙ্গি তৎপরতায় ইন্ধন দেয়ার অভিযোগে তদন্ত এড়াতেই তিনি ভারতের বদলে আফ্রিকায় যাচ্ছেন। 






ঢাকাটাইমস/১২জুলাই/এজেড/ডব্লিউবি