logo ২০ এপ্রিল ২০২৫
চলে গেলেন বাংলাদেশের বন্ধু সিডনি শনবার্গ
ঢাকাটাইমস ডেস্ক
১০ জুলাই, ২০১৬ ১৪:০০:২৪
image



ঢাকা: পুলিৎজার পুরস্কার জয়ী নিউ ইয়র্ক টাইমসের সাবেক প্রতিনিধি সিডনি শনবার্গ মারা গেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত গণহত্যার খবর প্রকাশ করেছিলেন। শনিবার নিউ ইয়র্কের পগকিপসি শহরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।






গত মঙ্গলবার তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে তার এক বন্ধুর বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।






১৯৭৫ এ কম্বোডিয়ায় গণহত্যার সংবাদ সংগ্রহের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়া এই মার্কিন সাংবাদিক একাত্তরে বাংলাদেশে পাকিস্তানিদের গণহত্যার বিবরণও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক প্রতিনিধি ছিলেন তিনি।






বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টিওয়ান’ শিরোনামে একটি বই রয়েছে তার। মফিদুল হকের অনুবাদে ওই বই বাংলায় প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।






পুলিৎজার ছাড়াও জর্জ পোল্ক মেমোরিয়াল পুরস্কাসহ সাংবাদিকতার অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।






(ঢাকাটাইমস/১০জুলাই/জেএস)