‘পিস টিভি বন্ধের বিষয়ে ভাবছে সরকার’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৬ ১৬:০২:৪৮

ঢাকা: উগ্র মতবাদ ছড়ানোর অভিযোগে ভারতের ‘বিতর্কিত’ ইসলামি বক্তা জাকের নায়েকের পিস টিভির সম্প্রচার ভারতে বন্ধ হওয়ার পর এবার বাংলাদেশেও এই টেলিভিশন বন্ধের গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। আগামীকাল রবিবার অফিস শুরু হচ্ছে। এ ব্যাপারে কাল আলোচনা হতে পারে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার বিকালে ঢাকাটাইমসকে বলেন, ‘যেহেতু পিস টিভি বাংলাদেশি কোনো চ্যানেল না, তাই এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’
জাকির নায়েকের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে ভারতসহ দক্ষিণ এশিয়ার বহু তরুণ জঙ্গিবাদে ঝুঁকছে বলে অভিযোগ আছে। ঢাকার গুলশানে অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী ছিলেন বলে খবর প্রকাশ হয়েছে। জাকির নায়েকের বক্তব্যেই তারা জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হয়েছে-এমন অভিযোগ আসার পর এই ‘বিতর্কিত’ ইসলামি বক্তা অবশ্য বলেছেন, তার কথায় কেউ জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হতে পারে না।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তার অনুসারী আছেন, আর্টিজান হামলায় জড়িতদের মধ্যেও কেউ কেউ তা থাকতে পারেন, তবে এতে নিজের দায় থাকে না বলেও দাবি করেছেন জাকির নায়েক।
আর্টিজানে হামলার পরই জাকির নায়েকের বিতর্কিত বক্তব্য নিয়ে আবার আলোচনা শুরু হয়। এই বক্তা তরুণদের জঙ্গি তৎপরতার দিকে ধাবিত করছেন কি না- তা যাচাইবাছাই শুরু হয়।
(ঢাকাটাইমস/০৯জুলাই/এজেড/জেবি)