logo ২০ এপ্রিল ২০২৫
মাদ্রাসাভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন ঢাকাটাইমস সম্পাদক
আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৬ ০১:৫৩:০৪
image



আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি হাফেজিয়া মাদ্রাসাভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন। উপজেলার কামারগ্রাম পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটির ‘এ এফ এম ওবায়দুর রহমান ভবন’-এর নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।





পরে ১৬টি মসজিদ মাদ্রাসার জন্য আর্থিক অনুদান দেন আরিফুর রহমান দোলন। এর মধ্যে কামারগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ ১ লাখ টাকা, কামারগ্রাম মধ্যপাড়া জামে মসজিদ ২৫ হাজার, কামারগ্রাম কাঞ্চন একাডেমী জামে মসজিদ ৫০ হাজার, গোপালপুর বাজার মসজিদ ২৫ হাজার, গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা ৫০ হাজার, গোপালপুর ফেরিঘাট জামে মসজিদ ৫০ হাজার, বাজড়া পশ্চিমপাড়া জামে মসজিদ ৫০ হাজার, বাজড়া উত্তরপাড়া জামে মসজিদ ৫০ হাজার, বাজড়া ঈদগাহ ৫০ হাজার, ফুলবাড়িয়া জামে মসজিদ ৫০ হাজার, চর চান্দড়া জামে মসজিদ ৫০ হাজার, চর কুচিয়াগ্রাম জামে মসজিদ ৫০ হাজার, পবনবেগ মধ্যপাড়া জামে মসজিদ ৫০ হাজার, মালিডাঙ্গা জামে মসজিদ ৫০ হাজার, মালিডাঙ্গা কবরস্থান ৫০ হাজার, পাড়াগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের জন্য ৫০ হাজার টাকার চেক দেন ঢাকাটাইমস ও এই সময় সম্পাদক।






প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, মানুষকে মরতেই হবে। কিন্তু মৃত্যুর পরে যে জীবন- সে জীবনের জন্য নেক কাজ নিয়ে যেতে হবে এ দুনিয়া থেকেই। আমাদের সৎ কর্মগুলোই হাশরের ময়দানে একমাত্র সহায় হবে। যার উছিলায় মহান রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন- জান্নাত।






তিনি বলেন, আমরা যারা মুসলমান আমাদের জীবনে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই।






মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্দেশে এই সম্পাদক বলেন, এই প্রতিষ্ঠানে যারা শিক্ষাগ্রহণ করবে- কুরআন-হাদিস শিক্ষার পাশাপাশি তারা যেনো বাংলা, ইংরেজি, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষকে করতে হবে।






তিনি বলেন, আমরা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যতে কাজ করব।






আরিফুর রহমান বলেন, আপনারা হয়তো জানেন- সরকার সারাদেশে ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র করছে। মহান রব্বুল আলামিনকে কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি কৃতজ্ঞতা জানাই এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনকে, কারণ আমার আবদার ও তার ব্যক্তিগত হস্তক্ষেপে আলফাডাঙ্গায় একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র হবে।






তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন- সেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্রটিই হচ্ছে আমাদের কামারগ্রামে। এভাবে এই সরকার যদি ক্ষমতায় থাকে, আপনারা যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই শক্তিকে সমর্থন দেয়া অব্যহত রাখেন, শুধু কামারগ্রাম নয়, আলফাডাঙ্গা উপজেলা নয়- সারাদেশে উন্নয়ন হবে।






মো. ইদ্রিস আহমেদের সভাপতিত্বে ও আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উপদেষ্টা মওলানা আবুল খায়ের,  কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পরিচালক শেখ শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিংবডির সদস্য মো. সোহেল আহমেদ, তরুণ সমাজসেবক ও গোপালপুর আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি যুবলীগের সভাপতি খান আমিরুল ইসলাম প্রমুখ।






অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, মাদ্রাসাশিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।



(ঢাকাটাইমস/০২জুলাই/প্রতিনিধি/ইএস)