logo ২০ এপ্রিল ২০২৫
সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক সন্তোষ মন্ডল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৬ ১৬:৪৩:৩০
image



ঢাকা: সিনিয়র সাংবাদিক সন্তোষ মন্ডলের মরদেহে আজ শুক্রবার দুপুর ১২টায় তার প্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সন্তোষ মন্ডল ডিআরইউ’র সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।






সন্তোষ মন্ডলের মরদেহ ডিআরইউ চত্বরে এসে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় এবং সংগঠনের পক্ষ থেকে নেতারা প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।






এ সময় সন্তোষ মন্ডলের বড়ভাই মনোতোষ মন্ডলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।






পরে তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকা, মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষেসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে সন্তোষের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।






কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, প্রধানমন্ত্রী উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন, ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসূদন মন্ডল ও সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, বাংলাদেশ ক্র্যাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান লাভলু ও সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসাসহ ডিআরইউর সদস্যরা সন্তোষ মন্ডলের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।






এর আগে হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার মরদেহ সরাসরি ডিআরইউতে নিয়ে আসা হয়। আমেরিকা থেকে বিমান যোগে সন্তোষ মন্ডলের মরদেহ আজ সকালে বাংলাদেশে এসে পৌঁছে। ডিআরইউতে শ্রদ্ধা নিবেদনের পর সন্তোষের মরদেহ রাজধানীর কাঁটাবনের বাসভবনে নিয়ে যাওয়া হয়।






আজ বিকালেই রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার সৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






সাংবাদিক সন্তোষ মন্ডলের গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া গ্রামে। তিনি ১৯৯০ সালে দৈনিক জনতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী সময়ে ঢাকার দৈনিক রূপালী, দৈনিক সংবাদ, দৈনিক মুক্তকণ্ঠ, চ্যানেল আই, ডেইলি সান ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে সাংবাদিকতা করেন।






গত বছর ঢাকা ত্যাগ করার আগে সন্তোষ মন্ডল অনলাইন নিউটপোর্টাল রাইজিং বিডি ডটকমে নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চ্যানেল আই এ প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। গত ২০ জুন বাংলাদেশ সময় রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি পরলোকগমন করেন।






তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।






(ঢাকাটাইমস/২৪জুন/জেবি)