মিসরে আল জাজিরার দুই সাংবাদিকের মৃত্যুদণ্ড
ঢাকাটাইমস ডেস্ক
১৯ জুন, ২০১৬ ১৫:০৭:২৮
ঢাকা: গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরার দুই সাংবাদিককে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। একই অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
গতকাল শনিবার তাদের অনুপস্থিতিতেই আদালত ওই রায় ঘোষণা করে। ওই দুই সাংবাদিক হলেন প্রযোজক আলা ওমর মোহাম্মদ এবং বার্তা সম্পাদক ইব্রাহিত মোহাম্মদ হিলাল।
তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা মিসরের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য পাচার করেছেন কাতারের কর্মকর্তাদের কাছে। এ মামলার বিচারক বলেছেন, ওই ছয় অভিযুক্ত দেশের সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস করে দেশের ক্ষতি করার চেষ্টা করেছেন।
বিচারক মোহাম্মদ শিরিন ফাহমি বলেন, তারা গুপ্তচারের চেয়েও ভয়াবহ। কারণ, গুপ্তচররা সাধারণত বিদেশি হয়। এক্ষেত্রে মিসরীয়রাই বিশ্বাস ভঙ্গ করেছে। এটা নিন্দনীয়।
(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)