শেরপুর প্রেসক্লাবের নেতৃত্বে রফিক-সাবিহা
শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৬ ১৬:২৫:১৬

শেরপুর: শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ) সভাপতি ও সাবিহা জামান শাপলা (আমাদের সময়) সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভা শেষে নির্বাচনে অন্য কোনো প্যানেল না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে জিএম আজফার বাবুল, দুই সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, দুই যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দফতর ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল এবং নির্বাহী সদস্য শরিফুর রহমান, সঞ্জীব চন্দ বিল্টু, সুব্রত কুমার দে ভানু, মলয় মোহন বল ও দেবাশীষ ভট্টাচার্য।
এর আগে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ আতিউর রহমান আতিক। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী।
(ঢাকাটাইমস/১২জুন/জেবি)