logo ২০ এপ্রিল ২০২৫
ঢাকাটাইমসের ক্রীড়া সম্পাদক হলেন দেলোয়ার
নিজস্ব রিপোর্টার, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৬ ১৪:১৪:৩৮
image



ঢাকা: দেশের জনপ্রিয় নিউজপোর্টাল ঢাকাটাইমসে পূর্ণকালীন ক্রীড়া সম্পাদক হিসাবে যোগদান করলেন সাংবাদিক দেলোয়ার হোসেন। তিনি একই হাউজ থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকায়ও একই পদে দায়িত্বপালন করবেন। দীর্ঘ দিন ধরে তিনি ঢাকাটাইমস ও এই সময় পত্রিকায় খণ্ডকালীন হিসাবে কাজ করছিলেন।






১৯৯৯ সালের শুরুর দিকে দৈনিক মাতৃভুমিতে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে পেশাদার সাংবাদিকতার হাতেখড়ি। এরপর দৈনিক জনকন্ঠ, সকালের খবর এবং কিছুদিন বাংলানিউজ২৪কম এ বিশেষ প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।






দেলোয়ার ছাত্র জীবনে নিয়মিত ছোট গল্প লিখতেন। সে সময়ের জনপ্রিয় সাপ্তাহিক ছুটিতে এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাহিত্য পত্রিকায় নিয়মিত তার ছোট গল্প ছাপা হতো। খেলাধুলার প্রতি প্রচণ্ড ভালবাসা থেকেই ক্রীড়া সাংবাদিকতায় আসা। প্রথমে দৈনিক ইনকিলাব ও এক সময়ের জনপ্রিয় সাপ্তাহিক পূর্ণিমায় খেলাধুলা নিয়ে লেখালেখি করতেন।






ক্রীড়া প্রতিবেদক হিসেবে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ এবং দেশে ও দেশের বাইরে বেশ কিছু আর্ন্তজাতিক স্পোর্টস ইভেন্ট কভার করেছেন তিনি। ভ্রমণ করেন কোরিয়া, চীন, জাপান, হংকং, মালয়েশিয়াসহ বেশ কিছু দেশ।






১৯৭৪ সালের ২৬ মার্চ ফরিদপুরের বোয়ালমারী থানার ডোবরা গ্রামে দেলোয়ার হোসেন জন্মগ্রহণ করেন। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। পিতা মরহুম আলেক মৃধা ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সৌখিন মানুষ। খেলাধুলা ও শিল্প-সাহিত্যের প্রতিও তাঁর ঝোঁক ছিল।






দেলোয়ার ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি, ১৯৯২ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর করেন। খেলাধুলা ও ক্রীড়া সাংবাদিকতা তার প্যাশনও বটে। মানুষ ও স্রষ্টার সব সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন তিনি।






(ঢাকাটাইমস/৭জুন/এজেড)