চলে গেলেন মাছরাঙা টিভির সিইও ফাহিম মুনয়েম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৬ ০৯:০৭:৫১

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা’র প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ ফাহিম মুনয়েম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর গুলশানে নিজ বাসায় বুধবার সকাল ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
২০১০ সালের ১৩ মে সৈয়দ ফাহিম মুনয়েম মাছরাঙা টেলিভিশনে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চ্যানেলটির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
খ্যাতিমান সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের একমাত্র ছেলে ফাহিম মুনয়েম সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করেন।
তিনি ২০০৭-০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের প্রেসসচিব ছিলেন।
সৈয়দ ফাহিম মুনয়েমের মরদেহ স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। বিদেশ থেকে মরহুমের পুত্ররা দেশে ফিরে এলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে মাছরাঙা টেলিভিশন সূত্র জানায়।
ফাহিম মুনয়েমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিশিষ্টজনেরা।
(ঢাকাটাইমস/০১জুন/এলএ)