শহীদ মিনারে নূরজাহান বেগমকে শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মে, ২০১৬ ১৭:৪১:০৭

ঢাকা: নারীদের প্রথম পত্রিকা ‘বেগম’ এর সম্পাদক নূরজাহান বেগমের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ সোমবার বিকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এ সময় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এক ঘণ্টা তার মরদেহ সেখানে রাখা হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনেরা তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বাদ মাগরিব গুলশান-১ জামে মসজিদ অনুষ্ঠিত হবে নূরজাহান বেগমের দ্বিতীয় জানাজা। এরপর রাতেই তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বাদ জোহর তার নারিন্দার বাসভবনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নূরজাহান বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
গত ৫ মে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এ গুণী ব্যক্তিত্বকে। অবস্থার অবনতি হলে ৭ মে শনিবার নূরজাহান বেগমকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) রাখা হয়। পরবর্তী সময়ে তিনি ‘লাইফ সাপোর্টে’ ছিলেন ।
তিনি বাংলার প্রথম নারীদের সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক। সাহিত্য ক্ষেত্রে নারীদের এগিয়ে আনার লক্ষ্যে তিনি ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশ করেন। পরবর্তী সময়ে ১৯৫০ সাল থেকে বেগম পত্রিকা ঢাকায় প্রকাশিত হতো।
নারী সাংবাদিক সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা। ১৯৫২ সালে কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সাহিত্যিক ও সাংবাদিক নূরজাহান বেগম বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘসহ বহু পদক ও সম্মাননা পেয়েছেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/২৩মে/জেবি)