logo ২১ এপ্রিল ২০২৫
প্রেসক্লাবে সাংবাদিক সাদেক খানের প্রতি শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ মে, ২০১৬ ১৮:৩৬:০৯
image



ঢাকা: শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার পর তার মরদেহ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। এখানে বেশ কিছু সময় রাখা হয় প্রবীণ এ সাংবাদিকের মরদেহ। এ সময় তার প্রতি শেষ শ্রদ্ধা জানান গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনতা। এরপর তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের অংশগ্রহণে নামাজে জানাজা সম্পন্ন হয়। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।






পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে তিনি গোসল করতে বাথরুমে ঢোকেন। এরপর দীর্ঘ সময় সাড়া না পেয়ে বেলা ১২টার দিকে দরজা ভেঙে তাকে বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।






সাদেক খানের বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী,  দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।






গত শতকের পঞ্চাশের দশকে দৈনিক সংবাদে সাংবাদিকতা শুরু করেন সাদেক খান। তরুণ বয়সে চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীতি ‘নদী ও নারী’ সিনেমাটি মুক্তি পায় ষাটের দশকে। ২০১২ সালে ‘বাংলাদেশ গণশক্তি দল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি সাপ্তাহিক ‘হলিডে’তে লিখেছেন।






বিচারপতি আবদুল জব্বার খানের ছয় ছেলেমেয়ের মধ্যে সাদেক খানই ছিলেন সবার বড়। তার ভাই রাশেদ খান মেনন বর্তমান সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। অপর ভাই আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান ছিলেন একজন সচিব। কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ নামে। গত শতকের আশির দশকে তিনি এইচ এম এরশাদ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।






আরেক ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন সাপ্তাহিক হলিডে ও ইংরেজি দৈনিক নিউ এজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বাকি ভাইবোনের মধ্যে সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান। চারদলীয় জোট সরকারে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।






সাংবাদিক সাদেক খানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নেতারা শোক জানিয়েছেন।






(ঢাকাটাইমস/১৭মে/জিএম/জেবি)