logo ২১ এপ্রিল ২০২৫
টেকনাফে ৬ সাংবাদিককে কোপাল ইয়াবা ব্যবসায়ীরা
টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৬ ১৮:২১:২৫
image



টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে সংবাদ সংগ্রহের সময় ছয় সাংবাদিককে কুপিয়ে জখম করেছে ইয়াবা ব্যবসায়ীরা। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও অন্যান্য সামগ্রী আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।






শুক্রবার বিকালে ইয়াবা ব্যবসার সংবাদ সংগ্রহকালে সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ হামলার শিকার হন সাংবাদিকরা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।






হামলায় আহতরা হলেন- ইন্ডিপেন্ডেট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, ফটোসাংবাদিক মোহাম্মদ শরীফ, ৭১ টেলিভিশনের রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, ফটোসাংবাদিক বাবু দাস, সময় টেলিভিশনের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল ও ফটোসাংবাদিক মো. ফরাজ।






জানা যায়, বিজিবির একটি দল দুপুরে নাজিরপাড়া এলাকা থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এরপর স্থানীয় সংবাদকর্মীরা খবর সংগ্রহ করতে বিকাল ৫টার দিকে ওই এলাকায় গেলে হামলার শিকার হন।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘তালিকাভুক্ত’ ইায়াবা বিক্রেতা নুরুল হক ভুট্টোর নেতৃত্বে একদল চোরাকারবারী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন আহত সাংবাদিক সুজাউদ্দিন।






ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল মজিদ জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।






(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/ইএস)