সাংবাদিকদের জন্য ডিআরইউ’র চক্ষু পরীক্ষা ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৬ ১৬:৩৮:১১

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকদের কল্যাণে আজ শুক্রবার চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পের আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা ও লিও ক্লাব অব ঢাকার সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিআরইউ’র বাগান সংলগ্ন মিলনায়তনে সদস্যদের চক্ষু পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
ডিআরইউর সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, লায়ন্স ক্লাব অব ঢাকা’র উপদেষ্টা ড. মোহাম্মদ সাইফুল, ডিআরইউ কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন এবং লিও ক্লাব অব ঢাকা, গেন্ডারিয়ার সভাপতি রিয়াসাত ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, ইলিয়াস হোসেন, বর্তমান যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম ও সাবেক কার্যনির্বাহী সদস্য সাজেদা ইসলাম পারুল উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, সদস্যদের জন্য কল্যাণমূলক নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে ডিআরইউ তার কর্মকাণ্ডকে প্রসারিত করছে। এ ধরনের উদ্যোগে একদিকে যেমন পেশাজীবী সংগঠনের মর্যাদা বৃদ্ধি করে অন্যদিকে সদস্যদেরও সংগঠনের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায়।
তিনি ডিআরইউ’র বর্তমান কমিটির বহুমুখী কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, স্বাস্থ্য সেবামূলক এ ধরনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডিআরইউকে সহযোগিতা করবে।
(ঢাকাটাইমস/১৩মে/জেবি)