logo ২১ এপ্রিল ২০২৫
চ্যানেল টোয়েন্টিফোরের চিফ ফটোগ্রাফার অজ্ঞানপার্টির খপ্পড়ে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মে, ২০১৬ ১৮:০৯:৪৩
image



ঢাকা:  অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের চিফ ফটোগ্রাফার মো. জুয়েল রানা (৪০)। এ সময় অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়। 






আজ সোমবার দুপুরে রাজধানীর নটর ডেম কলেজের সামনে থেকে জুয়েল রানাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






জুয়েল রানার সহকর্মী মো. হাসান ঢাকাটাইমসকে বলেন, জুয়েল রানা আজ সকালে মিরপুরের বাসা থেকে এনা পরিবহনের একটি বাসে চড়ে ফার্মগেটের দিকে আসছিলেন।  পথে অজ্ঞানপার্টির পড়েন তিনি। অচেতন হয়ে পড়ায় তিনি ফার্মগেটে নামতে পারেননি। পরে নটর ডেম কলেজের সামনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞান পার্টির সদস্যরা জুয়েল রানার কাছে থাকা ২৫ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি।  






ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।






(ঢাকাটাইমস/৯মে/এএ/মোআ)