logo ০১ মে ২০২৫
প্রবীণ সাংবাদিক তোয়াব খান হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৬ ১৮:১৬:৩৬
image



ঢাকা: জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত হলেও তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) রাখা হয়েছে।






জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় জানান, চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে, শনিবার হয়ত তাকে কেবিনে স্থানান্তর করা যাবে।






তোয়াব খান প্রায় সাড়ে পাঁচ দশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব তোয়াব খান এবার সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন।






(ঢাকাটাইমস/০৬মে/জেবি)