‘গণমাধ্যম বিষয়ক মামলার বিচার প্রেস কাউন্সিলেই’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৬ ২২:৪৯:১২

ঢাকা: সংবাদপত্র সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার প্রেস কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করতে সরকারের কাছে শিগগিরই সুপারিশমালা পেশ করবে বাংলাদেশ জাতীয় প্রেস কাউন্সিল। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে প্রেস কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ (বিএসপিপি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহা. মমতাজ উদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়েছেন।
বিএসপিপির সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান দুর্বৃত্ত হামলায় দেশের বিভিন্ন স্থানে হতাহত সাংবাদিকদের মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর নিষ্পত্তির বিশেষ গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং সংবাদপত্রে ওয়েজবোর্ড বাস্তবায়ন পর্যালোচনা ত্রিপক্ষীয় কমিটিতে সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধিত্ব, বিশেষ দিবসে ক্রোড়পত্র বরাদ্দ এবং বিজ্ঞাপনের মুল্যহার যুগোপযোগী করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। বিচারপতি মমতাজ উদ্দিন বিএসপিপি উত্থাপিত ১৭ দফা দাবি ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেন।
(ঢাকাটাইমস/০৩মে/জেবি)