জিহাদিদের সেলে ফরাসি সাংবাদিকের ছয় মাস
ঢাকাটাইমস ডেস্ক
০২ মে, ২০১৬ ১৭:২৮:৫৩

ঢাকা: ফ্রান্সের এক সাংবাদিক দীর্ঘ ছয় মাস ধরে জিহাদিদের একটি সেলে গোপনে প্রবেশ করেন এবং গোপন ক্যামেরা দিয়ে তাদের ছবি ধারণ করেন। গ্রেপ্তার হওয়ার আগে ইসলামিক স্টেট গ্রুপের নামে তারা এক হামলার ষড়যন্ত্রও করে। তিনি সংবাদ সংস্থা এএফপিকে একথা বলেন।
সাঈদ রামজি ছদ্মনামের একজন মুসলিম ওই সাংবাদিক ‘আল্লাহ’র সৈনিক’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য অনুসন্ধান অভিযান চালান। তরুণ জিহাদিদের মনোভাব জানতেই তিনি এ কাজ করেন। আগামী সোমবার রাতে ফ্রান্সে ‘আল্লাহ’র সৈনিক’ নামক এ প্রামাণ্যচিত্র দেখানো হবে।
গত ১৩ নভেম্বর প্যারিসে হামলা চালানো হত্যাকারীদের একই প্রজন্মের একজন মুসলিম হিসেবে রামজি নিজেকে তুলে ধরেন। সেখানে ওই ভয়াবহ হামলায় ১৩০ জন নিহত হয়।
তিনি এএফপিকে বলেন, এ ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ‘আমার উদ্দেশ্য ছিল জিহাদিদের মন মানসিকতা জানা।’
এক্ষেত্রে ‘অন্যতম প্রধান শিক্ষা ছিল যে, তাদের কাজ কর্মের সঙ্গে আমি ইসলামের কোনো মিল দেখতে পাইনি। তারা কখনো বিশ্বের কোনো উন্নতি করতে পারবে না। তারা হতাশাগ্রস্ত ও আত্মঘাতী হওয়ায় এসব তরুণকে খুব সহজেই যেকোনো কিছু বোঝানো যায়।
এ গ্রুপের সঙ্গে যোগাযোগের পর রামজি জানান, তার এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়। ওই ব্যক্তি নিজেকে প্রায় ১২ তরুণের একটি গ্রুপের ‘আমির’ হিসেবে তুলে ধরে। আবার এদের কেউ কেউ সরাসরি মুসলিম পরিবারে জন্ম নেয়া, আবার কেউ কেউ ধর্মান্তরিত। এসব তরুণকে বোঝানো হয় আত্মঘাতী হামলা চালাতে পারলেই বেহেশতে যাওয়া যাবে।
(ঢাকাটাইমস/০২মে/জেবি)