ফেনী প্রেসক্লাবে দ্বন্দ্ব, হামলায় সাংবাদিক আহত
ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ মে, ২০১৬ ২২:০৮:১৫

ফেনী: ফেনী প্রেসক্লাবের ভেতরে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলাভিশন টিভি চ্যানেলের প্রতিনিধি রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। গত ডিসেম্বরে ফেনী প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে দুই গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। যার ফলে আজকের এ হামলা বলে জানা গেছে।
সময় টিভির ব্যুরো চিফ বখতিয়ার মুন্নার নেতৃত্বে একটি গ্রুপ রাত ৮টায় আকস্মিকভাবে প্রেস ক্লাবের ভেতরে ঢুকে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, প্রেসক্লাবের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাংলাভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম এবং দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদউদ্দিন আকতার গ্রুপের সঙ্গে স্থানীয় সাপ্তাহিক হকার্স পত্রিকার সম্পাদক নুরুল কবির মজুমদার এবং মাছরাঙা ও বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জমির বেগের দ্বন্দ্ব চলছিল। তবে প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ছিল রফিকুল ইসলামদের হাতে। আর প্রেসক্লাবের নিয়ন্ত্রণ পেতে দীর্ঘদিন ধরে মরিয়া ছিল নুরুল কবিররা। যার ফলে আজকের হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
এদিকে, আহত রফিকুল ইসলামকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে দেখতে হাসপাতালে গেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ইএস)