logo ২১ এপ্রিল ২০২৫
ঢাকাটাইমস সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউ’র নিন্দা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ এপ্রিল, ২০১৬ ১৯:৪৩:০০
image



ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান, হাবিবুল্লাহ ফাহাদ, মহিউদ্দিন মাহী ও বোরহান উদ্দিনসহ আটজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ।






ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কার্যনির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্য আজ রবিবার এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।






বিবৃতিতে ডিআরইউ নেতারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।






গত ২২ এপ্রিল শুক্রবার ঢাকা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহে গোপালগঞ্জের কাশিয়ানীতে যান ঢাকাটাইমসের হাবিবুল্লাহ ফাহাদ, মহিউদ্দিন মাহী, মোসাদ্দেক বশির, হাবিবুর রহমান, তানিম আহমেদ, বোরহান উদ্দিন, সৈয়দ ঋয়াদ এবং ফটোসাংবাদিক রাজিব নূর খান। শুক্রবার রাতের খাবার খাওয়ার জন্য তারা কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় যান। সেখান থেকে তারা ফিরছিলেন কাশিয়ানীর পোনা গ্রাম হয়ে। তাদের বহনকারী মোটরসাইকেল পোনা গ্রামে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা মই ফেলে রাস্তায় গাড়ির গতিরোধ করে। পরে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে প্রায় ৩০০ জন লোক। যাদের সবার হাতেই ছিল লাঠিসোটা ও ধারালো অস্ত্র।  হামলাকারীরা সাংবাদিকদের ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। হামলায় কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।






(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি)