ঢাকা: দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার তিনি সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন। ওই ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল আলম তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এই মামলায় গত ৩ এপ্রিল পতিকাটির সম্পাদক এএমএম বাহাউদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
রাজধানীর ওয়ারী থানার ওই মামলায় গত ২০ মার্চ একই ট্রাইব্যুনাল বাহাউদ্দিনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি হওয়া অপর জন হলেন, দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি।
২০১৪ সালের ১৮ আগস্ট দৈনিক ইনকিলাবে ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছেন বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি মিথ্য ও বানোয়াট উল্লেখ করে প্রলয় কুমার জোয়ার্দার রাজধানীর ওয়ারী থানায় তথ্য প্রযুক্তি আইনে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর সম্প্রতি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
(ঢাকাটাইমস/ ২১ এপ্রিল/ আজেড/ এআর/ ঘ.)