সাংবাদিক মুকুল তালুকদারের পাশে ডিএসইসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৬ ১৯:১৫:১৩
ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাবেক সভাপতি মুকুল তালুকদার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
হলি ফ্যামিলি হাসপাতালে সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক সোমবার রাত সাড়ে ১০টায় মুকুল তালুকদারের স্ত্রীর হাতে ডিএসইসির কল্যাণ ফান্ডের ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম শহীদুল হক, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দপ্তর সম্পাদক আবু কাউছার খোকন, কার্যনির্বাহী কমিটির সদস্য দিলরুবা খান, আনজুমান আরা শিল্পী ও নাসির উদ্দিন বুলবুল প্রমুখ।
সেখানে মুকুল তালুকদারের স্ত্রী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে দোয়া ও সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেবি)